1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৩৮|

দুই দিন পর বরিশাল থেকে লঞ্চ চলাচল শুরু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

বৈরী আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ২ দিন পর বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার (৩১ মে) সকাল ৭টা থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ বরিশাল নদীর বন্দরের যুগ্ম-পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) শেখ মোহাম্মদ সেলিম রেজা।

তিনি জানান, বৈরী আবহাওয়া ও নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৭টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু করে সংশ্লিষ্টরা। এর আগে, বৈরী আবহাওয়া ও নিম্নচাপের প্রভাবে বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

এদিকে ২ দিনের বৈরী আবহাওয়া পরিস্থিতির কারণে বরিশালে তেমন কোন উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে জেলা প্রশাসক। জেলার ১০ উপজেলা নির্বাহী অফিসারের কাছে পর্যাপ্ত চাল ও সহায়তা পণ্য আছে জানিয়ে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তবে দ্রুত তাদের সাহায্য করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com