1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৩:১০|

নগরীতে তিন হাজার ইয়াবাসহ আটক-১

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা শাখার অভিযানে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে নগরীর বাঘিয়া এলাকা থেকে ফারদিন মিয়া নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর থেকে পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক ফারদিন নগরীর কালুশাহ সড়ক এলাকার মো. লাল মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, বিএমপি গোয়েন্দা শাখার এসআই মো. রাকিব হোসাইনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এয়ারপোর্ট থানাধীন লাকুটিয়া সড়কের বাঘিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় মো. ফারদিন মিয়া (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেন তারা। মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয় বিক্রয়ে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

আটককৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com