1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৯:৫৪|

নগরীতে রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

দীর্ঘ ভোগান্তির পর স্কুলে যাতায়াতের একমাত্র রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল নগরীর আলেকান্দা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) স্কুল সম্মুখস্থ সড়কে এ মানববন্ধন করে ভুক্তভুগি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভবকরা। এতে এলাকাবাসীও যোগ দেন।

জানা যায়, নগরীর ১৫ নং ওয়ার্ডস্থ কালুশাহ সড়ক পাশ্ববর্তী ইয়াছিন মল্লিক সড়কে অবস্থিত আলেকান্দা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। ইয়াছিন মল্লিক সড়কটি আশেপাশের সড়ক থেকে বেশ নিচু হওয়ায় অল্প বৃষ্টিতেই হাটু পানি জমে যায়। আর বন্যা হলেতো কথাই নেই। কয়েকশত মেয়ে শিক্ষার্থীর স্কুলে যাওয়াই বন্ধ হয়ে যায়। আর সামান্য বৃষ্টির পানি জমে এমন অবস্থা হয় যে মেয়েদের কাপড় উচিয়ে স্কুলে যেতে হয়। যা শালীনতা পর্যন্ত হরণ করে।

স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানান, সড়কটি একদিকে যেমন নিচু তেমনি অপরদিকে ড্রেনেজ ব্যবস্থাও করুণ। অপরিকল্পিত ড্রেন নির্মানের কারনে বাড়ি-ঘর কিংবা বৃষ্টির পানি নামার কোন ব্যবস্থাই নেই। বিষয়টি দীর্ঘ বছর ধরে একাধিকবার সিটি কর্পোরেশনের নজরে লিখিত আকারে আনলেও কোন পদক্ষেপ নেয়া হযনি। এমতাবস্থায় বর্ষায় স্কুলটি বন্ধের উপক্রম হয়ে গেছে। বাধ্য হয়ে কর্তৃপক্ষের নজরে আনতে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা মঙ্গলবার রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেন।

এসময় বক্তরা বলেন, আমরা এলাকার কয়েক হাজার বাসিন্দাতো বটেই রাস্তাটি উচু করণ ও সংস্কারের অভাবে পানির মধ্য দিয়ে হাটতে হচ্ছে বালিকা বিদ্যালয়টির কোমলমতি শিক্ষার্থীদের। এতে করে বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়। তারা এ থেকে উত্তরনের জন্য সিটি কর্পোরেশনের সুদৃষ্টি কামনা করেছেন।

মানববন্ধনে স্কুলটির সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার রয়, সিনিয়ন শিক্ষক মাহবুবা আক্তার, মোস্তাফিজুর রহমান, তাইজুর ইসলাম, ফারুক হোসেন, রোকসানা পারভিন, কালুশাহ সড়ক জামে মসজিদ কমিটির সদস্য জাহিদ হোসেন, স্থানীয় কাজী মফিজুর রহমান, মনিরুল হাসান, আব্দুল বাড়ী ও আব্দুর রব সিকদারসহ কয়েকশত ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে মেয়ে শিক্ষার্থীরা বলেন, একটু বৃষ্টি হলেই ইয়াছিন মল্লিক সড়কে পানি এতোটা জমে যে আমাদের দৃষ্টিকটুভাবে প্যান্ট উচিয়ে স্কুলে আসা-যাওয়া করতে হয়। যা নিয়ে পুরুষদের সামনে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তারা রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com