1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১০:০৯|

নির্বাচন পেছানো প্রয়াস চলছে : মোয়াজ্জেম হোসেন আলাল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পিআর পদ্ধতির বির্তক সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেয়ার প্রয়াস যে চলছে এটা আমরা দেখতেই পারছি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে (বিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলন তিনি।

আলাল বলেন, পিআর পদ্ধতি পৃথিবীর যতগুলো দেশে আছে বেশির ভাগ জায়গাই একটা অস্থিতিশীল সরকারের মধ্যে থাকে। যারা পিআর পদ্ধতির কথা বলেন তাদের অনেক কর্মীই পিআর নিয়ে ব্যাখা দিতে পারবে কিনা তা নিয়ে আমার মধ্যে একটা দ্বিধা আছে।

তিনি আরো বলেন, মত ভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য, সবাই যদি আগেই একমত হয়ে যায় তাহলে সেটা বাকশাল হবে। এ জন্য মত ভিন্নতা যেখানে আছে সেখানে গণতন্ত্রের সৌন্দর্য আছে। কিন্তু সে মত ভিন্নতা আমার মত করে হতে হবে এইভাবে জেদ ধরে বসে থাকা এটা রাজনৈতিক ব্যাকরণেও পরে না সামাজিক কোন শিষ্টাচারের মধ্যেও পরে না।

এ সময় মিট দ্য রিপোর্টার্সে উপস্থিতি ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন, সংগঠনের নেতৃবৃন্দসহ বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের সংবাদকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com