1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৫৪|

পটুয়াখালীতে কলাতলা হাউজিং স্টেটের সামনে অগ্নিকাণ্ডে ৬ টি দোকান পুরে ছাই, ক্ষতি অর্ধ কোটি টাকা…

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে কলাতলা হাউজিং স্টেটের সামনে অগ্নিকাণ্ডে ৬ টি দোকান পুরে ছাই, ক্ষতি অর্ধ কোটি টাকা…

মোঃআল ইমরান রুবেল পটুয়াখালী থেকে।

পটুয়াখালী জেলা শহরের কলাতলা হাউজিং স্টেটের গেটের সামনে মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬ টি দোকান। এতে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ দোকানীরা। আগুনে ভস্মিভূত দোকানগুলোর মধ্যে রয়েছে আব্দুর রহিমের একটি বড় মুদি দোকান, ক্ষুদিরামের সেলুন, শাহিনের লেপ-তোষকের দোকান, আল আমিনের ভাতের হোটেল, জয়নালের চা’য়ের দোকান। এছাড়া মোতালেবের গ্যাস সিলিন্ডারের দোকানটির আংশিক ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে আগুনের লেলিয়ান দেখে তারা নিজেরা আগুন নিভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন লাগার ২০ মিনিট পর ঘটনাস্থলে পৌছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পাশের গ্যাস সিলিন্ডারের দোকান সম্পূর্ণ পুড়ে না যাওয়ায় ও বিস্ফোরণ না হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পক্ষে খাবার হোটেল মালিক আলআমিন জানিয়েছেন, অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধ কোটির টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আব্দুর রহিমের মোদী দোকান। তার দোকানে ২০ লাখ টাকার মাল ছিল। আগুনের খবর পেয়ে সে অসুস্থ হয়ে পড়ে।

নিজেদের সহায়সম্বল হারিয়ে দিশেহারা ক্ষুদ্র মাজারি ব্যবসায়ীরা। দ্রুত পুর্নবাসনের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো. রাজিব জানান, মঙ্গলবার রাত ১টা ৫৬ মিনিটে খবর পেয়ে তাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।” আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাদের হিসেবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৩০ লাখ টাকা নিরুপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com