1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৩:০১|

পটুয়াখালীতে শ্রীগুরু সঙ্ঘের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী

শ্রীগুরু সঙ্ঘ পটুয়াখালীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও বিনামূল্যে ছানি পরা রোগীদের অপারেশন করে লেন্স সংযোজন কর্মসূচীর উদ্বোধন হয়েছে।

রবিবার (৩ আগস্ট) সকালে পুরান বাজার আখড়াবাড়ি শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দিরে পুরোহিত পংকজ সমাদ্দার কর্তৃক পূজা অর্চনার মধ্যদিয়ে শ্রীগুরু সংঘের পতাকা উত্তোলনের মাধ্যমে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব পরিব্রাজকাচর্য্যবর শ্রীশ্রীমদ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ৫১ তম তিরোভাব, শ্রাবনী শুক্লাদশমী ও ঝুলন পূর্নিমা উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘ পটুয়াখালী শাখা আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও বিনামূল্যে ছানি পরা রোগীদের অপারেশন করে লেন্স সংযোজন কর্মসূচীর কার্যক্রম শুরু করা হয়। পতাকা উত্তোলন করেন শ্রীগুরু সঙ্ঘ এর সভাপতি এ্যাড. কমল দত্ত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীগুরু সঙ্ঘের সহ-সভাপতি শংকর বণিক, ট্রেজারার এ্যাড. অরবিন্দু নাগ, সদস্য গবিন্দ, সজল কর্মকার, দীপক কর্মকার, অপু বণিক,প্রলয় বাদল, মিন্টু ঘোষ, শুভ বণিক, সবুজ দাস, বাবুল সাহা, মুক্তা কর্মকার, অসীম দাস।
ফ্রি চক্ষু রোগীর চিকিৎসা সেবায় নিয়োজিত বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং হাসপাতালে মেডিকেল অফিসার ডাঃ বেনজির বুশরা, ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান, কাউন্সিলর খাদিজা আক্তার, তানিয়া আক্তার পান্না, বৃষ্টি মন্ডল।
বিকালে সাড়ে ৪ টায় পুরাতন আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গন হইতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব পরিব্রাজকাচর্য্যবর শ্রীশ্রীমদ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ৫১ তম তিরোভাব, শ্রাবনী শুক্লাদশমী ও ঝুলন পূর্নিমা উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘ পটুয়াখালী শাখার উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনঃরায় আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয় মঙ্গল শোভা যাত্রা শেষ হয়। এ শোভাযাত্রায় ঢোল বাদ্য সহকারে শ্রীগুরু সঙ্ঘের শত শত ভক্ত নারী-পুরুষ অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com