1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১০:১৮|

পটুয়াখালী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৬ বছর পরে ১ম পুর্নমিলনী অনুষ্ঠিত।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৬ বছর পরে ১ম পুর্নমিলনী অনুষ্ঠিত।

মোঃ আল ইমরান রুবেল
বিশেষ প্রতিনিধি।

বাবার হাত দরে এসেছিলাম এই খেপুপাড়া স্কুলে।

এখানে ছিল এখানে আছে, আমাদের ঋণ তোমাদেরই কাছে” প্রতিপাদ্য বিষয় নিয়ে কলাপাড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১ম পুর্নমিলনী অনুষ্ঠান। শনিবার সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রায় পুরনো স্মৃতিগুলো অনেক দিন পরে বন্ধু পেয়ে হাজারো স্মৃতির কথা মনে পড়ে নাচে গানে মেতে ওঠে প্রাক্তন শিক্ষার্থীরা।

শোভাযাত্রা শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ১ম পুর্নমিলনী উদযাপন পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ১ম পুর্নমিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক আবদুল মান্নান সচিব (অবঃ) ও সদস্য সচিব রেজাউল করিম বাবলাসহ উদযাপন পর্ষদের সদস্যরা। এ পুর্নমিলনীতে সকল ব্যাচের প্রায় ১২০০ প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রন করে।
দিনভর বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, বৃক্ষ রোপন, স্মৃতিচারন অনুষ্ঠান, অ্যালমানাই গঠন, ফানুস উৎসব, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা, প্রথমে আমাদের স্থানীয় শিল্পীদের অনুষ্ঠিত হয়৷তার পর ঢাকা ও খুলনা থেকে আগত আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা এবং রেফেলড্র সহ নানা আয়োজনে ১ম পুর্নমিলনী উদযাপন করে শিক্ষার্থীরা। সবাই মিলে এই এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্যেই এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আহবায়ক আব্দুল মান্নান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com