1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৯:৩৮|

ফারিণের মনের কথা প্রকাশ কবিতায়

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

চলতি সময়ের শোবিজ তারকাদের মধ্যে অন্যতম তাসনিয়া ফারিণ। ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন একজন সুঅভিনেত্রী হিসেবে।

কাজের বাইরে সময় পেলেই ঘুরতে ভালোবাসেন তিনি। বর্তমানে দেশের বাইরে রয়েছেন ফারিণ, সেখান থেকেই কবিতার লাইনে লাইনে মনের কথা তুলে ধরেছেন তিনি।
সম্প্রতি ফারিণ বেড়াতে গেছেন বলকান অঞ্চলের দেশ মন্টিনিগ্রো। সেখানকার কোটর উপসাগরের তীর থেকে কয়েকটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। উচ্ছল হাসিমাখা ছবিগুলোর সঙ্গে জুড়ে দিয়েছেন একটি কবিতা। যেটাতে ফুটে উঠেছে প্রিয়জনের প্রতি তার ভালোবাসার কথা।

ফারিণের লেখা কবিতা এমন- ‘বেশি কিছু চাই না আমি, এক টুকরো আকাশ, দূর পাহাড়ে ছোট্ট বাড়ি; মেঘের হাওয়াই মিঠাই বানিয়ে, তোমায় খাওয়াতে পারি। যদি হতে চাও সঙ্গী চশমা নিও রঙ্গিন, ফিরতে চাইলে তোমার সাথে জীবনের আড়ি, তোমায় দেওয়ার আছে শুধু জায়গাটুকু আমার ছোট্ট মেঘের বাড়ির’।

এমন কাব্যিক কিছু কথায় ভাবনার প্রকাশ সঙ্গে ছবিগুলো তার ভক্তরাও বেশ পছন্দ করেছে। প্রায় ৮৮ হাজার প্রতিক্রিয়া জমা হয়েছে পোস্টে।

এদিকে গত ঈদে নিজের প্রথম বাণিজ্যিক সিনেমা ‘ইনসাফ’র মাধ্যমে পর্দায় হাজির হয়েছিলেন ফারিণ। যেখানে অভিনয়ে, অ্যাকশনে, নাচে নিজেকে অন্যভাবে মেলে ধরতে সক্ষম হয়েছেন তিনি। এরই মধ্যে ‘ইনসাফ-২’ সিনেমার ঘোষণাও এসেছে, সেখানেও থাকছেন ফারিণ।

ঈদে ফারিণের সিনেমা বাদেও প্রশংসিত হয়েছে জিয়াউল ফারুক অপূর্বের বিপরীতে করা দুই নাটক ‘প্রিয় প্রজাপ্রতি’ এবং ‘ভুল থেকে ফুল’। গতকাল এই জুটির নতুন একটি নাটক এসেছে অন্তর্জালে। ‘বসন্ত বিকেল’ নামের নাটকটি নির্মাণ করেছেন সৈয়দ শাকিল।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com