
বিনোদন ডেস্ক//
বাংলায় কথা বলার ‘অপরাধে’ ভারতের পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে হেনস্থা করার ঘটনা ঘটছে।বিশেষ করে বিজেপিশাসিত রাজ্যগুলোতেই নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাভাষীরা। ২১-এর মঞ্চ থেকে এহেন ‘ভাষা সন্ত্রাসের’ প্রতিবাদে লড়াইয়ের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার পাশে দাঁড়িয়ে ভাষা রক্ষার লড়াইয়ে নামার আহ্বান জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, বাংলা ভাষা রক্ষার ডাক দিয়ে টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা ভাষা রক্ষার দাবিতে আজ তিনি বলেন, ‘বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। মুখ্যমন্ত্রীর (মমতা বন্দোপাধ্যায়) পাশে আছি। লড়াই চালিয়ে যেতে হবে।’
বাংলা চলচ্চিত্র জগতে প্রায় চার দশকের পথচলা প্রসেনজিতের। যে ভাষায় এতদিন দর্শকের সামনে বিনোদনের রসদ জুগিয়েছেন সেই ভাষা রক্ষার দাবিতে এবার সরব হলেন এ সুপারস্টার।
এবার এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার কবীর সুমন। আজ ফেসবুকে দেওয়া এক পোস্টে কবীর সুমন লেখেন, ‘পশ্চিমবঙ্গের সব বিদ্যালয়ে বাংলা ভাষা আবশ্যিক করা বাঞ্ছনীয়।’
এদিকে, বাংলা বললেই বাংলাদেশি তকমা এঁটে দেওয়া প্রসঙ্গে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের রকস্টার রূপম ইসলাম। গতকাল রবিবার এই নিয়ে এক বিস্ফোরক পোস্ট করেন তিনি। এক্স হ্যন্ডলে রূপম লেখেন, ‘এটা কী হচ্ছে? বাংলা ভাষা কি দেশের ২২টা ভাষার একটি নয়? কেন বাংলা বললেই বাংলাদেশি তকমা এঁটে দেওয়া হচ্ছে? এটা অত্যন্ত মূর্খামির পরিচয়। ধিক্কার!’