
বাগেরহাট জেলার ফকিরহাট থানা ধিন অবৈধ কয়লার খনি উৎপাদন।
মোঃ জুয়েল খাঁন খুলনা থেকে।
ফকিরহাট থানাধীন মৌভোগ মাটিয়া মসজিদ সংলগ্ন কাজীবাড়ি, সৈয়দ কাজী সাহা সাইদুল এর বাড়ির পাশে কাঠের চুলা বানিয়ে কয়লা উৎপাদন করছেন এক ধরনের অসাধু ব্যবসায়ী দীর্ঘ কয়েক মাস ধরে অবৈধভাবে ইট সিমেন্ট ব্যবহার করে চুলা বানিয়ে রমরমা ভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন অবৈধ ভাবে কাঠ কয়লার ব্যবসা। খবর নিয়ে জানা যায় এই কয়লা কোম্পানির এবং এই চুলার মালিক মোঃ জামাল বাড়ি নৈহাটিতে, এতে যেমন ক্ষতি হচ্ছে পরিবেশের তেমনি ক্ষতি হচ্ছে এলাকার শিশু সহ এলাকার অনেক সাধারণ মানুষের কাঠের চুলা বানিয়ে কয়লা তৈরি করা সম্পূর্ণ অবৈধ হলেও দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকায় এ ব্যবসা খবর নিয়ে দেখা যায় চার মাস আগের থেকে এই স্থানটিতে কয়লা বানানোর চুলা নির্মাণ করে বেআইনি ভাবে কার্ড দিয়ে কয়লা উৎপাদন চালিয়ে যাচ্ছেন তাদের ব্যবসা। অন্যদিকে খবর নিয়ে জানা যায় একই ধরনের তিনটি চুলা বানিয়ে কাঠ দিয়ে কয়লা উৎপাদন করছেন মধ্য বাহির দিয়া নামক স্থানে এই দুইটা স্থানই ফকিরহাট থানা এরিয়ায় হলেও এখনো পর্যন্ত প্রশাসনের নজরের বাইরেই রয়েছে এই চোরাই কয়লা খনিগুলা এ ধরনের খনি রুপসা ফকিরহাট এরিয়াতে অনেক এলাকাতে রয়েছে বলেও তথ্যে পাওয়া যায় । এ ধরনের অবৈধ ব্যবসা কিভাবে চালাচ্ছেন তা এলাকার মানুষ জানতে চায়। গ্রামবাসীর অনেকেরই ধারণা প্রশাসন জেনেও এই অবৈধ চুলা বন্ধ করছেন না। এ ব্যাপারে ফকিরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন কোবির অবগত করলে তিনি আমাদেরকে জানান এখন ও পর্যন্ত কোন লিখিত অভিযোগ বা কোন খবরই আমরা এ ব্যাপারে পাইনি তাই পদক্ষেপ নেওয়া আমাদের জন্য অসম্ভব ছিল তবে আপনাদের মাধ্যমে যেহেতু আমরা খবর পেয়েছি অতি দ্রুত নির্বাহী কর্মকর্তা সহ এই অবৈধ চুলার বিরুদ্ধে পদক্ষেপ নিব।