1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৪:৫৮|

ভারতীয় ৭৭টি ড্রোন ভূপাতিত, দাবি পাকিস্তানের

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

বার্তা ডেক্স//

পাকিস্তান এখন পর্যন্ত মোট ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি।

পিটিভির প্রতিবেদনে নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, ৮মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান ২৯টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে, আর গত রাত থেকে এ পর্যন্ত আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান ভারতীয় আগ্রাসনের জবাবে ‘যথাযথ প্রতিক্রিয়া’ জানাচ্ছে।

গতকাল পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছিল এসব ড্রোনকে প্রতিহত করতে— টেকনিক্যাল (সফট-কিল) এবং অস্ত্রভিত্তিক (হার্ড-কিল) উভয় ধরনের প্রতিরক্ষা কৌশল ব্যবহার করা হয়েছে।

ওই সময় পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ভারতের পাঠানো ইসরায়েলি তৈরি হারপ ড্রোনগুলো করাচি ও লাহোরসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করে। ইসরায়েলের তৈরি হারপ ড্রোন ব্যবহার ভারতের হতাশা ও আতঙ্কের বহিঃপ্রকাশ।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি।

এর আগের দিন বুধবার ভোরে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানো হয়। নয়াদিল্লির দাবি, সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

দুই সপ্তাহ আগে কাশ্মীরের পহেলগাঁওয়ে এক হামলায় ২৬ জন নিহত হন। ভারতের দাবি, এ ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে।

ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে এবং পাল্টা প্রতিক্রিয়ার হুমকি দেয়। একইসঙ্গে তারা দাবি করে, ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তারা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com