1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১০:১৪|

ভারতের জম্মু-কাশ্মিরে ভয়াবহ ভূমিধস- নিহত ৩১

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

ভারতের জম্মু-কাশ্মিরে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে-এমনটাই আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

মঙ্গলবার দুপুরের দিকে রিয়াসি জেলার কাটরা শহরে বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রাপথে অবস্থিত ইন্দ্রপ্রস্থ ভোজনালয় ও আশপাশের এলাকায় হঠাৎ ভূমিধস নামে। টানা ভারী বর্ষণের কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রিয়াসি জেলা পুলিশের প্রধান পরমবীর সিং বার্তাসংস্থা এএনআই-কে জানান, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় ২৩ জনকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হেলথ কেয়ার (সিএইচসি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূমিধসের খবর ছড়িয়ে পড়তেই দ্রুত উদ্ধার অভিযানে নামে মন্দির কমিটি ও নিরাপত্তা বাহিনী। পরে এতে যুক্ত হয় ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও আধাসামরিক বাহিনীর (সিআরপিএফ) সদস্যরা।

এদিকে, জম্মু-কাশ্মিরের বিভিন্ন জেলায় টানা তিন দিন ধরে ভারী বর্ষণ চলছে। এর জেরে একাধিক এলাকায় ভূমিধস ও হড়পা বানের খবর পাওয়া যাচ্ছে। পরমবীর সিং জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় সড়ক যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক প্রায় ধ্বংস হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে এখন পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষকে সরিয়ে আনা হয়েছে।

এছাড়া, আবহাওয়ার উন্নতির সম্ভাবনাও খুব একটা নেই বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। সংস্থাটি জানিয়েছে, আগামী দুই-তিন দিন জম্মু, কাটরা, রিয়াসি, উধমপুরসহ বিভিন্ন জেলায় আরও ভারী বর্ষণ হতে পারে। এসব এলাকায় ভূমিধস ও হড়পা বানের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের কারণে বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রাও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com