1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০০|

মাঝরাতে বরিশালে গাড়ির ধাক্কায় ভ্যানের চালক ও যাত্রী নিহত

মোঃ ছবুর হোসেন
  • আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

মোঃ ছবুর হোসেন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে গাড়ির ধাক্কায় ভ্যানের চালক ও যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত ভ্যানযাত্রী আব্দুর রাজ্জাক (৪৭) গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা আর ভ্যানচালক স্বপন খান (৬০) কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে। গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে ভ্যানের চালক ও যাত্রী মহাসড়কের মধ্যে পড়ে যান। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত ওই দুইজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক গাড়িটি ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com