1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৩:২৫|

শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে সংস্কার আন্দোলনের ৩০ দিনের আল্টিমেটাম পরবর্তী সার্বিক বিষয় তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, গতকাল ৩০ দিনের আল্টিমেটাম শেষ হওয়ায় তারা শেবাচিম হাসপাতালে যান এবং বেশ কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেন। এতে তারা সন্তোষ প্রকাশ করেন।

শিক্ষার্থীরা বলেন, হাসপাতালে অনেক সংস্কার হয়েছে, তবে এখনও অনেক কাজ বাকি আছে। এ জন্য আমরা হাসপাতালের পরিচালককে সময় দিয়েছি, যাতে করে বাকি সংস্কার কাজগুলো দ্রুত সম্পন্ন হয়।

তারা আশা প্রকাশ করেন, চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে শেবাচিম হাসপাতাল অচিরেই উন্নত স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে রূপ নেবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com