1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৩:০৩|

সাংবাদিকদের উপর হামলা: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি বিএসএফ’র

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

চ্যানেল ২৪ এর বরিশাল ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার পাপ্পু ও সময় টিভির বরিশাল ব্যুরো অফিসের ক্যামেরা পার্সন সুমন হাসানের উপর ছাত্রদল ক্যাডার বাহিনীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল সাংবাদিক বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)।সংবাদপত্রের সাবস্ক্রিপশন

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ ও সাধারণ সম্পাদক শাহিন হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, সাংবাদিকদের উপর ছাত্রদলের ক্যাডার বাহিনীর হামলা এটা খুবই দুঃখজনক। একের পর এক ছাত্রদেলর বির্তকিত সদস্যরা হামলার ঘটনার সাথে জড়াচ্ছে। আমরা হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তা না হলে সাংবাদিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে দাবি আদায়ের জন্য রাজপথে নামার ঘোষণা দেন বরিশাল সাংবাদিক ফোরাম।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com