1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৯:৪৮|

সালমান ছোট বোনের মতো দেখতেন: শাবনূর

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে স্বল্প দৈর্ঘ্যের ক্যারিয়ারে এই নায়ক উপহার দিয়েছেন ২৭টি সিনেমা। এরমধ্যে ১৪টির নায়িকা ছিলেন শাবনূর।

সালমান-শাবনূরের প্রেম নিয়েও বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছে। তবে শাবনূর প্রকাশ্যে তা কোনোদিন স্বীকার করেননি। এ বিষয়ে একটি গণমাধ্যমে কথা বলেছেন অভিনেত্রী।

সালমান শাহকে নিয়ে শাবনূর বলেন, সালমান শাহ আর আমাকে নিয়ে অনেক কথা হয়েছে। তাদের উদ্দেশে শুধু বলব, এসবের কোনো কথাই সত্য নয়।

তিনি আরও বলেন, সালমানের কোনো বোন ছিল না, তাই আমাকে ছোট বোনের মতোই দেখতেন। আমাকে ‘পিচ্চি’ বলে ডাকতেন। তার মা-বাবাও আমাকে খুব আদর করতেন, মেয়ের মতোই ভালোবাসতেন।

সালমান শাহকেও ভাইয়ের মতো দেখতেন জানিয়ে এই চিত্রনায়িকা বলেন, আমিও সালমানকে ভাইয়ের মতোই দেখতাম। তবে আমাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব।

সালমানের স্ত্রী সামিরা হকের সঙ্গে কেমন সম্পর্ক ছিল জানিয়ে শাবনূর বলেন, সামিরা আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমাদের মধ্যে কখনো কোনো মনোমালিন্য হয়নি। সামিরা নিজে আমার হাতে চুড়ি পরিয়ে দিয়েছে, পোশাক মিলিয়ে দিয়েছে, কানের দুল বেছে দিয়েছে।

বলে রাখা যায়, ‘তুমি আমার’ সিনেমায় সালমানের সঙ্গে কাজের সুযোগ হয় শাবনূরের। সেই সিনেমার সাফল্যের পর এই জুটি একে একে অভিনয় করেন ‘বিক্ষোভ’, ‘সুজন সখি’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’ সিনেমায়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com