1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:০৩|

স্ত্রীর কথায় বাড়িতে যেসব কাজ করেন শাহরুখ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক |

সিনেমার পর্দায় কখনও নায়িকাদের সঙ্গে রোম্যান্স করছেন, আবার কখনও ভিলেনের সঙ্গে লড়ছেন। কিন্তু বাস্তব জীবনে শাহরুখ খান যে বেশ শান্ত একজন মানুষ তা বলাই বাহুল্য।

তবে শুটিং থেকে প্রযোজনা সব কিছু সামাল দিয়ে অবসর পান খুব অল্প। তবে যখন কাজের ফাঁকে ছুটি পান, তখন বলিউড বাদশা বাড়িতে কী করেন জানেন?
শাহরুখ দাবি করেন, বউ গৌরীর কথা মতই তখন নাকি বাড়ির ছোট ছোট কাজ সামলে নেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে নানা কথা বলেন শাহরুখ খান। এই অনুষ্ঠানে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন একসঙ্গে উপস্থিত হয়েছিলেন। করণ জোহর তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। সেখানে করণই তাকে জিজ্ঞাসা করেন, শাহরুখ খান যখন সম্পূর্ণ অবসরে থাকেন, যখন ক্যামেরা তাকে অনুসরণ করে না তখন তিনি কী করেন?

শাহরুখ খান এই প্রশ্নের উত্তরে বলেন, তুমি তো এটা জানো, দীপিকাও এটা জানে অবশ্য। আমার ঘনিষ্ঠ বন্ধুরা যাদের আমি খুব ভালোবাসি তারাও নিশ্চয়ই এটা দেখেছে। আমি কিছুই করি না। যারা কিছুই করে না, তারাই আশ্চর্য কিছু করে। তাই আমি কিছু করি না।

তারপর তিনি আরও বলেন, ধরুন ঘর পরিষ্কার হচ্ছে, আমার স্ত্রী আমাকে বললেন ওই ঘরটা পরিষ্কার নেই, আমি তখন এই ঘরটা পরিষ্কার করে নিলাম। যদি আমার ছেলে বলে যে আমার খাতায় মলাট করা নেই, অবশ্য আজকাল আবার খাতাও পাওয়া যায় না। অথবা যদি বলে তুমি আমার আইপ্যাড একটু আপডেট করো, তাহলে আমি তাই করি। আমি খুব ছোটখাটো কাজ করি। অথবা আমি কিছুই করি না।

শাহরুখ জানান, তিনি খুব বেশি কাজ করা, খুব বেশি চিন্তা করা, খুব বেশি কিছু করা এড়িয়ে চলেন। তার কথায়, আমি এক ধরণের ধ্যানমগ্ন অবস্থায় চলে যাই। তাই আমি আমার ঘরে বসে থাকি। যখন আমি সেটে থাকি না, তখন আমি কিছুই করি না। আমি এটা সত্যি বলছি। কিন্তু আমি আমার বন্ধুদের খুশি রাখি, বাচ্চাদের সঙ্গে খেলা করি। কিন্তু এই সব ছাড়া আমার মনে হয় না আমি আর কিছু করি। আমি নিজের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com