1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৩৬|

২২ দিনের অবরোধে থমকে গেছে জেলেদের জীবনযাত্রা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

২২ দিনের অবরোধে থমকে গেছে জেলেদের জীবনযাত্রা

মো. জামাল হোসেন, পাথরঘাটা (বরগুনা)

ইলিশের প্রজন্ম বাড়াতে বঙ্গোপসাগর সহ নদ-নদী গুলোতে ২২ দিনের ইলিশ শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত ১৩ অক্টোবর থেকে অবরোধ শুরু হয়েছে, এটি চলবে ৩ নবেম্বর পর্যন্ত। এই ২২ দিনের অবরোধ চলাকালীন সময়ে মাছ শিকার থেকে বিরত থাকে জেলেরা।

এদিকে বরগুনার পাথরঘাটায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি নিস্তব্ধ হয়ে আছে। যেখানে সারাদিন হাজার হাজার ক্রেতা বিক্রেতাদের সমাগম হতো, বিক্রি হতো কোটি কোটি টাকার রূপালি ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ। ২২ দিনের অবরোধের কারণে থমকে গেছে সেই মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি। নেই কোন ক্রেতা সমাগম নেই কোন মাছের আমদানি। যেমন থমকে গেছে পাথরঘাটা বিএফডিসি, তেমনি অবরোধের কারণে থমকে গেছে জেলেদের স্বাভাবিক জীবনযাত্রা।

এ বছর জেলেদের ইলিশ শিকারে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন অবরোধ দেয়া

হয়েছে। এই ২২ দিন কর্মবিরতি থাকার কারণে কষ্টে দিনযাপন করতে হচ্ছে জেলেদের। তাদেরকে এই ২২ দিনের বিপরীতে জনপ্রতি দেয়া হয় ২৫ কেজি চাল। বর্তমান সময় বাজার মূল্যের কাছে ২২ দিনের জন্য এই ২৫ কেজি চাল অতি তুচ্ছ। তাই পাথরঘাটার জেলেদের মধ্যে উৎকণ্ঠা

ও হতাশা বিরাজ করছে।

আব্দুল জব্বার মোল্লা, জামাল মোল্লা সহ একাধিক জেলেরা জানান, ইলিশের প্রজন্ম বাড়াতে ২২ দিনের অবরোধ দেয়া হয়। ২২ দিনের অবরোধের বিপরীতে জেলেদের সরকারি ২৫ কেজি চাল দেওয়া হয়। কিন্তু শুধু এই ২৫ কেজি চাল দিয়ে জেলেরা জীবনযাপন করতে পারছেনা। চলছেনা

ছেলে মেয়ের লেখাপড়া। এই চালের সাথে কোনো আর্থিক আর্থিক সহায়তা দেয়া হয়, তা পরিবারের সকলকে নিয়ে ভালো করে কাটাতে পারবে বলে জানান জেলেরা। এদিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মা সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌ বলেন, প্রতিটি জেলে পরিন প্রায় ৭ থেকে ৮ জন স আসছে। এই ২২ কেজি চাল। তাদের সংসার চলেনা। চা সাথে যদি জেলেদের আ সহায়তা দেয়া হয় তাহলে। পরিবার নিয়ে বাঁচতে পারবে। পাথরঘাটা উপজেলা সিনিয়র ম কর্মকর্তা হাসিবুর রহমান বে ২২ দিনের অবরোধ চলা পাথরঘাটায় সরকারি নিবন্ধিত ১৬ হাজার ৮২০ জন জেলে আ তাদের মধ্যে ১১ হাজার ৮৭ জেলে অবরোধের বিপর জনপ্রতি ২৫ কেজি চাল বিতরণের কার্য

চলছে। জেলেদের জন্য আর্থিক সহায়তার বিষয় জান চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত জেলেদের। কোনো আর্থিক বরাদ্দ নেই। যদি কোনো ব আসে তাহলে আসার সাথে সাথেই জেলে মাঝে পৌঁছে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com