1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:৩৪|

আল হিলাল ছেড়েছেন হোর্হে জেসুস—ব্রাজিল কি আনচেলত্তির জন্য অপেক্ষা করবে?

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

আল হিলাল ছেড়েছেন হোর্হে জেসুস। পাঁচটি ম্যাচ বাকি থাকতেই সৌদি প্রো লিগের ক্লাব থেকে বিদায় নেন এই অভিজ্ঞ পর্তুগিজ কোচ।

তার দল বর্তমানে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে, এবং সদ্য এশিয়ান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আল আহলির কাছে হেরে বিদায় নিয়েছে।

এই বিদায়টি সাধারণ এক বিচ্ছেদের চেয়ে বেশি কিছু হয়ে উঠেছে, কারণ হোর্হে জেসুস বর্তমানে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা বিকল্প—যদি কার্লো আনচেলত্তির সঙ্গে চূড়ান্ত চুক্তি না হয়।

আনচেলত্তির অপেক্ষা, জেসুসের এগিয়ে যাওয়া?

রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। মৌসুম শেষে তার বিদায় একরকম নিশ্চিত বলেই মনে হলেও, এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। এই ফাঁকে হোর্হে জেসুসের ক্লাব ছেড়ে দেওয়াকে অনেকেই দেখছেন সিবিএফ (সিবিএফ)-এর পক্ষ থেকে তাকে সহজে নিয়োগ দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে।

সৌদি আরবে ব্যর্থতা নয়, বরং জাতীয় দলের সম্ভাবনার দিকেই হয়তো তাকিয়েছিলেন জেসুস। তিনি এখন সেই জায়গায় সম্পূর্ণ প্রস্তুত।

দৌড়টা এখন কার দিকে?

জেসুস এখন “ফ্রি এজেন্ট”। কার্লো আনচেলত্তির সিদ্ধান্ত এখনও ঝুলে আছে। ফলে ব্রাজিল চাইলে এই নাটকীয় অপেক্ষার অবসান ঘটিয়ে হোর্হে জেসুসকেই দায়িত্ব দিতে পারে—এবং সেটা খুব দ্রুত।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com