
আন্তর্জাতিক ডেস্ক//
ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বলছে, তারা ইসরায়লের ৫০ জিম্মিকে মুক্তি দিতে রাজি।
তবে তাদের চাওয়া হলো, যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনীর গাজা থেকে সরে যাওয়া।
ইসরায়েল এই শর্ত মানছে না। তারা বলেছে, যুদ্ধ শেষ হবে যদি হামাস আত্মসমর্পণ করে, এবং অস্ত্র ছেড়ে নির্বাসনে চলে যায়। কিন্তু হামাস এমন করতে চায় না।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান উপদেষ্টা রন ডারমার এই সপ্তাহে ওয়াশিংটনে যাবেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে।
এরপর নেতানিয়াহু নিজেও ওয়াশিংটনে যেতে পারেন। এতে বোঝা যাচ্ছে, যুদ্ধবিরতি নিয়ে কিছু আলোচনা চলছে।
কিন্তু ইসরায়েল আর হামাসের মধ্যে আলোচনা একাধিকবার আটকে গেছে, কারণ তারা একমত হতে পারছে না এই নিয়ে যে, যুদ্ধ স্থায়ীভাবে শেষ হবে কি না।
ট্রাম্প বলেছেন, নেতানিয়াহু এখন হামাসের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছেন, যেখানে জিম্মিরা ছাড়া পাবেন।
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর নেতানিয়াহু ১২ দিনের যুদ্ধে জয়ের দাবি করেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে জয়ের ফলে নতুন সুযোগ এসেছে।
এদিকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজার পরবর্তী পদক্ষেপ নিয়ে একমত হতে পারেনি।
পরবর্তী বৈঠক সোমবার অনুষ্ঠিত হবে, যেখানে গাজায় সাময়িক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হতে পারে প্রধান এজেন্ডা।