1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:০০|

উইলিয়ামসন নেই টি-টোয়েন্টি সিরিজে অজিদের বিপক্ষে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন দেশের মাঠে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে খেলছেন না। আগামী অক্টোবরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে দেখা যাবে না কিউই দলে।

জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে আগেই সরে দাঁড়িয়েছেন উইলিয়ামসন। ফলে এখন তিনি খেলে থাকেন বেছে বেছে, বোর্ডের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্দিষ্ট কিছু সিরিজ ও টুর্নামেন্টে অংশ নেন। মূলত বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ ধরে রাখতেই কেন্দ্রীয় চুক্তিতে নেই এই সফলতম কিউই ব্যাটার।

এর আগে গত মাসেও জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজে অংশ না নিয়ে উইলিয়ামসন খেলেছেন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের হয়ে এবং টি-টোয়েন্টি ব্লাস্ট ও দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে।

নিউজিল্যান্ডের হয়ে সবশেষ মাঠে দেখা গেছে তাকে গত মার্চে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে।

কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও উইলিয়ামসনের সঙ্গে ‘ক্যাজুয়াল অ্যাগ্রিমেন্ট’ রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের। এই চুক্তির আওতায় দুই পক্ষের আলোচনার ভিত্তিতে নির্ধারিত হয় কোন সিরিজে খেলবেন উইলিয়ামসন। আপাতত তার লক্ষ্য আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে অংশ নিতে তিনি পুরোপুরি প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ।

উইলিয়ামসনের মতো আরও চার খেলোয়াড়—ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, লকি ফার্গুসন ও টিম সাইফার্ট—কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও বোর্ডের সঙ্গে একই ধরনের সমঝোতায় রয়েছেন। এই চারজনকে দেখা যাবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজগুলোতে। তবে উইলিয়ামসনের ব্যক্তিগত অনুরোধে তাকে ছাড় দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজ থেকে।

এদিকে চোটের কারণে ফিন অ্যালেনের এই সিরিজে না খেলা আগে থেকেই নিশ্চিত ছিল।

মাউন্ট মঙ্গানুইয়ে আগামী ১, ৩ ও ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। চলতি সপ্তাহেই নিউজিল্যান্ড দল ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com