1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১০:৩৪|

এবার পুলিশের প্রশিক্ষণ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময়কালীন জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচনী নিরাপত্তা ও করণীয় বিষয়ে কোনো ধারাবাহিক বা আনুষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়া হয়নি। তবে এবার প্রথমবারের মতো আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী পুলিশের নির্বাচনী প্রস্তুতি ও করণীয় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

এই প্রশিক্ষণে নির্বাচনের সময় পুলিশের ভূমিকা, নিরাপত্তা ব্যবস্থা ও আচরণবিধি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
রোববার (৫ অক্টোম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জানা যায়, টাঙ্গাইল জেলায় পুলিশ প্রশিক্ষণ সেন্টারে আনুমানিক গত দেড় মাস আগে ২০২৫ সালের জাতীয় নির্বাচন কেন্দ্রিক, উচ্চ পর্যায়ের ও সিনিয়র পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণরা দেশের পূর্ব নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে মাঠ পর্যায়ের পুলিশদের জাতীয় নির্বাচনে করণীয় কী কী, সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ শুরু হয়েছে। আনুমানিক দুই থেকে তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ চলবে। সারাদেশের নির্ধারিত কেন্দ্রে এই প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ দেবেন দুই হাজারেরও বেশি প্রশিক্ষক। পুলিশের কনস্টেবল থেকে ইন্সপেক্টর (পরিদর্শক) পদ মর্যাদার সদস্যদের এই প্রশিক্ষণ দেওয়া হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনই দেশ-বিদেশে বিতর্কিত হয়। সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীদের আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রিক কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল না বলে জানান একাধিক পুলিশ কর্মকর্তা।

নরসিংদী জেলাতে নির্বাচনের প্রস্তুতি পুলিশের করণীয় কী, এ রকম একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এক পুলিশ কর্মকর্তা বলেন, নির্বাচনে পুলিশদের করণীয় কী কী এই বিষয় নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। তবে সেই পুলিশ কর্মকর্তার চাকরির ২৫ বছরে জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কেন্দ্রিক আওয়ামী সরকারের আমলে এ রকম আনুষ্ঠানিকভাবে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না বলে জানান।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোটের জন্য পুলিশকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হতে হয়। কতিপয় দলকানা পুলিশ সদস্যের অতিউৎসাহী মনোভাব ও নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এই নির্বাচনের কালিমা বয়ে বেড়াচ্ছে গোটা পুলিশ বাহিনী। এবার পুলিশের সামনে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমে ২০১৮ সালের রাতের ভোটের সেই কলঙ্ক মুছতে চায় পুলিশ। এ বিষয়টি মাথায় রেখেই আগামী নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য দেড় লাখ পুলিশকে প্রশিক্ষিত করা হচ্ছে।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, সারাদেশের নির্দিষ্ট ভেন্যুতে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত মাঠ পুলিশ সদস্যরা এই প্রশিক্ষণ নেবেন।

সূত্র জানায়, দেশের ৬৪ জেলা, ৮টি মেট্রোপলিটন, ২১টি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ১৩টি বিশেষায়িত পুলিশের ইউনিট ও এলিটফোর্স র‌্যাবের নির্ধারিত ১৩০টি কেন্দ্রে শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে জানুয়ারি মাস পর্যন্ত।

এদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রশিক্ষণ চলমান আছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com