
কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ প্রদান করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক।বৃহস্পতিবার দূপুর ২ টায় কোডেক’র আয়োজনে উপজেলার চাপলী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ১৪০ শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এর অর্থায়নে কোডেক চাপলী শাখা আয়োজনে উপজেলার চাপলী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন কোডেক ম্যানেজার মোঃ ইসমাইল শেখ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯নং ধুলাসার ইউপি চেয়ারম্যান আঃ রহিম , কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, চাপলী বাজার কমিটির সভাপতি এস.এম তুহিন, প্রধান শিক্ষ,মাসুদুর রহমান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাপলী শাখা ব্যবস্থাপক করেন সোহেল মাহমুদ। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, কোডেকের এই স্কুল ব্যাগ বিতরণের কাজকে একটি অগ্রগামী কাজ হিসেবে উল্লেখ করেন,তিনি কোডেক এর অন্যান্য কার্যক্রম তুলে ধরে বলেন আমি আশা করব যেন স্কুল বেজে আরো কাজ করবে আশাবাদ ব্যক্ত করেন।