
কালকিনিতে অবৈধ আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ
মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুর জেলার কালকিনিতে পুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বার) দুপুরে পৌর এলাকার দক্ষিন জনারদন্দী এলাকায় অভিযান চালিয়ে ওই ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।
এসময় অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা. মাহবুবা ইসলামের নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এদিকে প্রসাশনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, পৌর এলাকার দক্ষিন জনারদন্দী গ্রামের একটি পুকুর থেকে স্থানীয় প্রভাবশালী মহল বালু উত্তোলন করে আসছেন বলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় একজন ভূক্তভোগী।
পরে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের দিক নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা. মাহবুবা ইসলাম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি আত্মঘাতী ড্রেজার মেশিন জব্দ করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা. মাহবুবা ইসলাম বলেন, ইউএনও স্যারের নির্দেশক্রমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। তবে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, পুকুর থেকে বালু উত্তোলনের দায়ে একটি আত্মঘাতী ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।