1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১৯|

গজারিয়া প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

গজারিয়া প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ওসমান গনি
মুন্সিগঞ্জ থেকে।
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেল প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বালক দলে বড় রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪/ ৫ গোলে চ্যাম্পিয়ন এবং বালিকা দলে ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩/০ গোলে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠের এ-ই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বালিকা দলের মধ্যে ৩ নং হোসেন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ৫৬ নং ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ০-৩ গোলে ৫৬ নং ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। বালক দলের মধ্যে ৮ নং বড় রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ৬৬ নং খায়রুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ের ভিতরে কোন গোল না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ৪/৫- গোলে ৮ নং বড় রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে।

প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহানাজ পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার,
ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, মো: ইলিয়াস আহমেদ, সাফিয়া বেগম, গজারিয়া থানা প্রেসক্লাবের সভাপতি নেয়ামুল হক নয়ন, সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মাহমুদ পারভেজ, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজ এর সভাপতি মনসুর আলম টিপু, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রধানদের মধ্যে সানাউল্লাহ মিয়াজী, আব্দুল হাকিম, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজের শিক্ষক নেতা মোঃ শহিদুল ইসলাম সহ উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত ক্রিড়া প্রেমী দর্শক শ্রোতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক আমেনা খাতুন। রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন মো: ইব্রাহিম মিয়া

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com