1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১০:২৪|

গত ২৪ ঘণ্টায় বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১১০ জন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

বরিশালে গত ২৪ ঘণ্টায় ১১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে বরগুনা জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত ৬৩ জন। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ১৩ জন।

অপরদিকে পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৪ জন ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ভোলা সদর হাসপাতালে তিনজন। বরগুনা হাসপাতালে ৬৩ জন। তবে ঝালকাঠিতে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়নি।

একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১০ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪০৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী বরগুনায় ২৩২ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত তিন হাজার ১৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্য থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৭৭০ জন। মৃত্যু হয়েছে আটজনের।

তিনি আরও বলেন, বরিশালের প্রতিটি জেলায় কমবেশি ডেঙ্গু রোগী রয়েছে। এ পরিস্থিতি থেকে বের হতে চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ আমাদের চিকিৎসা দেওয়ার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাহিরে গেলে আমরাতো কিছু করতে পারবো না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশে-পাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com