1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১০:০০|

গৌরনদীতে ৬ দোকানে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালে গৌরনদী উপজেলায় ৬টি দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবেরচর বাজারে এ ঘটনা ঘটে।

বাজারের ব্যবসায়ীরা জানান, হাফপ্যান্ট পরিহিত ১৫ থেকে ২০ জন সশস্ত্র ডাকাত রাত তিনটার দিকে অস্ত্রের মুখে বাজারের পাহারাদারদের জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। পরবর্তীতে বিভিন্ন দোকানের সাটারের তালা ভেঙে কোটি টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

ফেন্সি জুয়েলার্সের মালিক সঞ্জয় রায় বলেন, আমার সহায়-সম্বল যা ছিল, আজ সব শেষ হয়ে গেছে। আমাদের দোকানে ক্রয়কৃত স্বর্ণ এবং গ্রাহকদের বন্ধকী স্বর্ণ ছিল। ক্ষতির পরিমাণ এত বেশি যে তা পুষিয়ে ওঠা সম্ভব নয়।

নিউ জনপ্রিয় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. হাবিবুর রহমান বলেন, ডাকাতির পর বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। আমরা দ্রুত নিরাপত্তা জোরদার এবং ডাকাতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিসিটিভি ফুটেজ দেখে ডাকাতদের দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com