1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৪০|

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবের মতামত জমা দিল আরো ২ দল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

বার্তা ডেস্কঃ

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবের ওপর লিখিত মতামত জমা দিয়েছে গণফোরাম এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আজ রবিবার রাজধানীর সংসদ ভবনের কমিশনের কার্যালয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে পৃথকভাবে দল দুটির প্রতিনিধিরা তাদের লিখিত মতামত পেশ করেন।এ সময় কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন। গণফোরামের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধিদল মতামত জমা দেয়। এ সময় তারা সংস্কার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।ঐকমত্য কমিশন সূত্র জানায়, এ নিয়ে মোট ৩৪টি দল তাদের মতামত দিল। লিখিত মতামতের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক সংলাপ হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com