1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:১৪|

ঝালকাঠিতে অনির্দিষ্টকালের জন্য অটোরিক্সা ধর্মঘট

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ঝালকাঠি পৌরসভা কর্তৃক লাইসেন্স চেকিংয়ের নামে হয়রানির অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে অটোরিক্সা ও ইজিবাইক সমবায় সমিতি।

অটো শ্রমিক নেতারা জানান, ঝালকাঠি পৌরসভায় আগে ১১শ’ ৫০টি অটোরিক্সা লাইসেন্স থাকলেও বর্তমান পৌর কর্তৃপক্ষ মাত্র ৭শ’ ১৩টির লাইসেন্স নবায়ন করেছে। বাদবাকি অটোরিক্সা ও ইজিবাইককে বৈধ করার দাবি জানিয়ে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে তারা।

শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানা হলে শহরে গাড়ি চলাচল বন্ধ রাখবেন। ইজিবাইক চলাচল বন্ধ থাকায় কেউ কেউ ভ্যানে চড়ে গন্তব্যে গেছেন।

ইজিবাইক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়ার কথা জানালেন পৌর এলাকার ফায়ার সার্ভিস মোড়ের বাসিন্দা সুরাইয়া আক্তার খুকু বলেন, ‘ইজিবাইক বন্ধ থাকায় পাঁচ টাকার ভাড়া ভ্যানে ১০ টাকা দিতে হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান না হলে নগরবাসীর দুর্ভোগ বাড়বে।’

ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘৪০ মিনিট দাঁড়িয়ে থেকে একটা ভ্যান পেয়েছি। কিন্তু তাতে আট জন লোক থাকায় উঠতে পারিনি। পরে রিকশায় ৩০ টাকা দিয়ে কলেজে গেছি। অথচ ইজিবাইকে ১০ টাকা লাগতো। ধর্মঘট প্রত্যাহার না হলে দুর্ভোগ বাড়বে।’

তবে পৌর কর্তৃপক্ষের দাবি, শহরে বৈধ অটোরিক্সা সংখ্যা ৭শ’ ১৩টি। এগুলোর নবায়ন কার্যক্রম চলছে। অথচ এর বাইরে শহরে এক থেকে দেড় হাজার অবৈধ অটোরিক্সা চলাচল করছে। তাই এগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। পৌর কর্তৃপক্ষ বলছে, শ্রমিক সমিতির দাবি অযৌক্তিক।

অন্যদিকে শ্রমিকরা অভিযোগ করেছেন, গাড়ি থেকে অবৈধভাবে অর্থ আদায় ও হয়রানি করছে পৌরসভা। দ্রুত সমাধান না হলে লাগাতার কর্মসূচির হুমকিও দিয়েছেন তারা।

শহরে অটোরিক্সা ও ইজিবাইক লাইসেন্স ইস্যু নিয়ে শ্রমিক ও পৌর কর্তৃপক্ষের এই দ্বন্দ্বে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com