
নিজস্ব প্রতিবেদক//
‘জুলাই গণঅভ্যুত্থান’-এর এক বছর পূর্তি উপলক্ষে ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ উপলক্ষে সকালেই সদর উপজেলার আগরবাড়ি এলাকায় শহীদ কামাল হোসেনের কবরে পুষ্পস্তর্বক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আশরাফুর রহমান। এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সময় ঝালকাঠিতে দাফন করা জেলার বিভিন্ন স্থানে নয় জন শহিদের কবরে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট হাফিজুর রহমান, শহীদ মো. কামাল হোসেন সবুজ এর স্ত্রী সাদিয়া বেগম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই যোদ্ধাদের’ সংবর্ধনা, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন জেলার জুলাই যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা এবং সাধারণ জনগণ।
জেলা প্রশাসনের এই আয়োজনে শহীদদের স্মরণ ও গণঅভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।