1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১০:০৬|

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সুখবর: রিজওয়ানা হাসান

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একটি চূড়ান্ত সুখবর দিতে পারব। ইতোমধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার বাম তীর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিস্তা চুক্তির প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ২০১১ সালে সরকারি পর্যায় থেকে তিস্তা চুক্তির ব্যাপারে কাজ শুরু হয়েছিল। তবে সেই চুক্তিটি এখনও স্বাক্ষর হয়নি। এ নিয়ে কাজ চলমান রয়েছে।

মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, তিস্তা নদীর গতি-প্রকৃতি অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে নয়, এটি উজানের দেশের ওপর নির্ভরশীল। তবে তিস্তা যেহেতু আমাদেরও, ভাটির দেশের জনগণ হিসেবে আমাদের এখানকার মানুষেরও একটি অধিকার রয়েছে। ২০১৬ সালে এ বিষয়ে চীনের সঙ্গে একটি স্মারক চুক্তি হয়েছিল, কিন্তু সেটি খুব বেশি দূর এগোয়নি।

সুসংবাদ প্রসঙ্গে তিনি বলেন, আমরা তিস্তা নিয়ে গণশুনানি করেছি। জনগণের মতামত সন্নিবেশিত করে পরিকল্পনা তৈরি করে সরকারের অন্য দুটি পর্যায়ের একটিতে জমা দেওয়া হয়েছে। তারা এখন আরেক পর্যায়ে পাঠাবে। অক্টোবরের দিকে একটি ডিজাইন দেওয়া হবে। এরপর কী পরিমাণ অর্থ লাগবে, কত সময় লাগবে—এসব নিয়ে দুই দেশের মধ্যে দরকষাকষি হবে, আলোচনা হবে। তারপর একটি চুক্তি করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি।

তিস্তা তীরবর্তী বাসিন্দাদের স্থায়ী বাঁধ নির্মাণের দাবির পরিপ্রেক্ষিতে রিজওয়ানা হাসান বলেন, আমাদের দেড় বছরের সরকারের কাছে যদি এত কিছু চান, তাহলে কীভাবে হবে! স্থায়ী বাঁধ হলেও শেষ করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে। আপাতত বিপদ কাটাতে আমরা চলমান প্রকল্প হাতে নিয়েছি এবং প্রতিটি পর্যায়ে স্থানীয় মানুষদের সম্পৃক্ত করছি, যাতে কোনো অনিয়ম না হয় এবং কাজটি সঠিকভাবে হয়।

উপদেষ্টার তিস্তা তীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব শেষে উপদেষ্টা রিজওয়ানা হাসান চৌধুরী সড়কপথে কুড়িগ্রাম ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com