1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ২:৩১|

দুই উপদেষ্টা গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পদযাত্রা ও পথসভা‌কে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ-সহিংসতা এবং বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন দুই উপদেষ্টা।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে যান মুহাম্মদ ফাওজুল কবির খান, উপদেষ্টা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সৈয়দা রিজওয়ানা হাসান, উপদেষ্টা‌ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়।

এ সময় উপস্থিত ছিলেন- মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহম্মদ চৌধুরী।

হামলার ঘটনায় কারাগার ঘুরে দেখেন এবং কারাগার কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন ও বিভিন্ন বিষয়ে খোঁজ নেয়। এ সময় গোপালগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামানের কাছ থেকে ওইদিনের (১৬ জুলাই) ঘটনার বর্ণনা শোনেন।

সেখান থেকে বের হয়ে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ও ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির সভাস্থল গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চ পরিদর্শন করেন।
এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল হাসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com