1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৩:১৩|

নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠির নবান্ন উৎসব পালন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠির নবান্ন উৎসব পালন

আলমগীর কবির,পত্নীতলা (নওগাঁ) থেকে।

নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র জাতি গোষ্ঠির মানুষের নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে স্থানীয় কৃষ্ণবল্লভ মাঠে এসআইএল  ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারী সংগঠনের সহযোগিতায় স্থানীয় ক্ষুদ্র জাতি গোষ্ঠির বসবাসকারীরা এ অনুষ্ঠানের আজন করে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।

 

অনুষ্ঠানে নিজেদের ভাষা ও সাংষ্কৃতি তুলে ধরেন সাঁওতাল, উড়াও ও পাহানসহ কয়েকটি ক্ষুদ্র জাতি গোষ্ঠির নারী পুরুষ। তারা ঢোল, মাদল ও কর্তালসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের  মুর্ছনায় গান এবং  নৃত্য পরিবেশন করে।

উৎসব উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ক্ষুদ্র জাতি গোষ্ঠির  নেতা  যতীন টপ্প, সুবোধ উড়াও প্রমূখ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমীর উপ পরিচালক বেনজামিন টুডু।

আলোচনা সভা শেষে সংস্কৃতিক দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উৎসব  আয়োজন ও  সাংস্কৃতিক পরিবেশনা

উপভোগ করতে কৃষ্ণ বল্লভ মাঠে জড়ো হোন স্থানীয় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় ও শ্রেনী পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com