1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১০:১৩|

নতুন সংবিধান রচনা করতে হবে রাষ্ট্র পরিচালনায়: নাহিদ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,৭২-এর মুজিববাদী সংবিধানের কবর রচনা করে নতুন বাংলাদেশের রাষ্ট্রপরিচালনায় নতুন সংবিধান রচনা করতে হবে।

রোববার (২০ জুলাই) রাঙামাটিতে পদযাত্রা, গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,৭২-এর সংবিধানে দেশের সব জনগোষ্ঠীকে অর্ন্তভুক্ত করা হয়নি। বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে অবাঙালিদের সঙ্গে বিভেদ তৈরি করে রাখা হয়েছে। ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের সঙ্গে অন্য ধর্মের বিভেদ তৈরি করে রাখা হয়েছে। আমরা সব বিভেদ উর্ধ্বে রেখে সব জনগোষ্ঠীর মর্যদা দিয়ে নতুন সংবিধান তৈরি করতে চাই। আমরা চাই মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে। এজন্য সবাই মিলে নতুন একটি চুক্তিতে উপনীত হবো যাতে পাহাড় ও সমতলের অধিকার নিশ্চিত হবে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মতো রাঙামাটিতেও পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এদিন সকালে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটিতে পৌঁছে দুপুরে পদযাত্রায় অংশ নেন এনসিপির নেতারা।

পদযাত্রায় ১০ উপজেলা থেকে অসংখ্য নেতাকর্মী, ছাত্র-জনতা অংশ নেন। চট্টগ্রাম থেকে রাঙামাটি আসার পর শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা। প্রধান সড়ক হয়ে তা বনরূপায় গিয়ে শেষ হয় এবং বনরূপা সিএনজি চত্বরে সমাবেশ করেন কেন্দ্রীয় নেতারা।

এনসিপির রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন চাকমার সভাপতিত্বে এখানে পদযাত্রা শেষ করে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন তারা।

পথসভায় বক্তব্য দেন-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com