1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:১৯|

নলছিটিতে স্বেচ্ছাসেবকলীগ সভাপতিসহ আটক -২

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

মিলন কান্তি দাস নলছিটি থেকে। ‌ নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

৬ অক্টোবর রোববার সকালে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করেছে নলছিটি ও ঝালকাঠি সদর থানার পুলিশ।

আটক দুইজন হলেন, উপজেলার মোল্লারহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বশির হাওলাদার ও উপজেলা যুবলীগের সদস্য ( নলছিটি শহরের ব্যবসায়ী ) মো.আবুল কালাম। পুলিশ সূত্রে জানা গেছে,গত ১৫ আগস্ট ঝালকাঠি সদর থানায় দায়ের করা বিস্ফোরক আইনে একটি মামলা(মামলা নম্বর-০৪) গ্রেফতার করা হয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বশির হাওলাদারকে। এবং আবুল কালাম বরিশাল আদালতে(কোতোয়ালি থানার) দায়ের হওয়া একটি চেকের মামলার(সি আর ১৭৫১/২৩, )ওয়ারেন্টভুক্ত আসামি।

নলছিটি থানার এস.আই. মো. শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার করা দু’জনকে আদালতে প্রেরন করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com