1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০২|

পটুয়াখালীতে খেলোয়াড় কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে খেলোয়াড় কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সুনিল সরকার,পটুয়াখালী থেকে।

খেলোয়াড় কল্যাণ সমিতি, পটুয়াখালীর উদ্যোগে ২০২৪ সালের দ্বি-বার্ষিক সাধারণ সভা শনিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সকালে শহীদ স্মৃতি পাঠাগারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একি স্থানে এসে শেষ হয়। এরপর সকাল ১১টায় মল্লিকা মিলনায়তনে সাধারণ সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বাবুল ব্যানার্জী। সঞ্চালনায় ছিলেন মো. আমিনুল ইসলাম সিরাজ। সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। কোষাধ্যক্ষ মো. মনজুর মোরশেদ সমিতির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। এছাড়া, সাধারণ সদস্যদের অংশগ্রহণে মুক্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রথম পর্বের কার্যক্রম শেষ হয়।

নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেল ৩টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় মল্লিকা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

অন্তিম পর্বে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটিতে স্থানীয় খেলোয়াড়, সদস্য এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। সমিতির কর্মকর্তারা জানান, এ ধরনের আয়োজন খেলাধুলার প্রতি যুবসমাজের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com