1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:৩৮|

প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে: শাকিব

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

ফেসবুকের ‘দেন এন্ড নাউ’ ট্রেন্ডে এবার সামিল হলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ইনস্টাগ্রামে নিজের ১১ বছর আগে পোস্ট করা ‘লাভ আজকাল’ সিনেমার লুক এবং সাম্প্রতিক একটি লুক পোস্ট করেছেন তিনি।

ওই পোস্টে তিনি নিজের ক্যারিয়ার গ্রাফ তুলে ধরে কিছুটা স্মৃতিচারণও করেছেন দেশ সেরা এই নায়ক।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুটি লুক পোস্ট করে শাকিব লেখেন, গত ১১ বছরে শেখা, উত্থান-পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে।

২৬ বছরের ফিল্ম ক্যারিয়ার শাকিব খানের। এই লম্বা সময় কাটালেও তার এই পথচলা সহজ ছিল না। এ প্রসঙ্গে তিনি বলেন, হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি।

করোনা পরবর্তী সময়ে নতুনভাবে দর্শকদের সামনে হাজির হয়েছেন শাকিব খান। কেউ কেউ বলছেন, শাকিব খান ২.০! ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে শাকিব সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্স সব শ্রেণীর দর্শকদের কাছে গ্রহণ যোগ্যতা অর্জন করেছেন। এরপর উপহার দিয়েছেন ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’র মতো সিনেমা।

সবশেষে শাকিব লেখেন, তার এই পথচলা নির্ভুল ছিল না, কিন্তু তিনি যে কাজগুলো করেছেন প্রতিটা পদক্ষেপ ছিল মূল্যবান। শাকিব খান বলেন, এই পথচলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর সেই গল্পটা এখনও চলছে… প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি।

এদিকে শিগগিরই ‘সোলজার’ নামে একটি সিনেমার শুটিং শুরু করবেন শাকিব খান। এরপর ‘প্রিন্স’ নামে ঈদুল ফিতরের জন্য আরেকটি সিনেমার শুটিং করবেন এই নায়ক।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com