1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৯:২৪|

বরিশালে কলেজছাত্রীকে অ/প/হ/র/ণ, অপ’হর’ণকা’রী গ্রেফতার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের আগৈলঝাড়ায় অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার করে অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামের শেহের আলী মিয়ার মেয়ে কলেজছাত্রী (১৭) কে গত ২৭ আগষ্ট বিকেলে পয়সারহাট ব্রীজে ঘুরতে গেলে সেখান থেকে এলাকার বাবুল ফকিরের ছেলে সাব্বির ফকিরসহ তার সহযোগীরা শেফাকে অপহরণ করে।
মেয়েকে খুঁজে না শেফার বাবা শেহের আলী মিয়া গত ৪ সেপ্টেম্বর আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, নং-২।

ওই মামলার আসামি অপহরণকারী সাব্বির ফকিরকে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে নিজ এলাকা থেকে গ্রেফতার করে অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর মোহাম্মাদ।

আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম বলেন, বুধবার সকালে অপহরনকারী সাব্বির ফকিরকে বরিশাল আদালতে এবং অপহৃতা কলেজ ছাত্রীকে (১৭) ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com