1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:১২|

বরিশাল সদর উপজেলায় এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

ভ্রাম্ম্যমান প্রতিনিধিঃ

বরিশাল সদর উপজেলায় এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।উপজেলার চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্নকাঠি গ্রাম থেকে সোমবার বেলা ১২টার দিকে তাদের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেন বন্দর থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম।মৃতরা হলেন- পূর্ব কর্নকাঠি গ্রামের বাসিন্দা স্বপন হাওলাদারের ছেলে রাহাত হাওলাদার (২৮) এবং তার স্ত্রী লামিয়া আক্তার (২১)। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।ওসি বলেন, “একতলা ভবনের বাসায় একটি কক্ষে বাবা-মা ও স্ত্রীকে নিয়ে থাকতেন রাহাত। সকাল ৮টা পর্যন্ত তারা ঘর থেকে না বের হওয়ায় বাড়ির লোকজন তাদের ডাকাডাকি শুরু করেন।“দীর্ঘসময় সাড়া না পেয়ে দরজা ভেঙে রাহাতকে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় এবং লামিয়াকে খাটের ওপর মৃত অবস্থায় পাওয়া যায়।প্রতিবেশীরা বলছে, রাহাতের সঙ্গে লামিয়ার দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে স্ত্রীকে হত্যার পর রাহাত আত্মহত্যা করেছেন।এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, “আমরাও তেমনই শুনেছি; কিন্তু সঠিক জানি না। লামিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com