1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৪:৫১|

বাংলার সংবাদ প্রতিদিনের পক্ষ্য থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

সম্পাদকীয় বার্তাঃ

আনন্দের অন্যতম উপলক্ষ ঈদ। দিন দুয়েক পরেই আসছে সেই শুভক্ষণ। আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলেই প্রিয়জন আর পরিচিতজনদের ঈদের শুভেচ্ছা জানান সবাই। এবার ঈদে বন্ধুবান্ধব, প্রিয়জন, সহকর্মীদের সহ দেশবাসিকে ঈদের শুভেচ্ছা জানাই।

জীবনের কোনো মুহূর্তই আনন্দের চেয়ে কম হওয়া উচিত নয়। আল্লাহ আমাদেরকে সর্বদা নিরাপদ রাখুন।

আল্লাহ তাঁর সৃষ্ট প্রতিটি মানুষের প্রতি করুণা করেন। কারো প্রতি কম-বেশি নয়। সবাইকে জানাই ঈদ মোবারক।

আল্লাহ রহমত আমদের সবার ওপর বর্ষিত হোক, আমদের জীবনে সুখের নদী বয়ে যাক। ঈদের শুভেচ্ছা রইল।

ঈদ মোবারক। এই ঈদ আমদের এবং আমদের পরিবারের জন্য আনন্দ বয়ে আনুক।

ঈদের শুভেচ্ছা রইল। এই ঈদে আমদের সকল ইচ্ছা পূরণ হোক।

সবার জীবনের একটি মুহূর্তও যেন সুখের চেয়ে কম না হয়, আমদের কোনো দিনই যেন ইদের চেয়ে কম না হয়।

ঈদে আল্লাহ আমদের জন্য সুখের সব দরজা খুলে দিন। ঈদ মোবারক।ঈদ মোবারক।ঈদ মোবারক।

বাংলার সংবাদ প্রতিদিনের পক্ষ্য থেকে সকল ধর্মপান্থ

মানুষদেরকে জানাই ঈদের শুভেচ্ছা।

ঈদ মোবারক

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com