1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:১২|

বিসিবির নতুন বোলিং কোচ হলেন শন টেইট

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

স্পোটস ডেক্স//

ৎআন্দ্রে অ্যাডামসের বিদায়ের কথা জানা গিয়েছিল আগেই। তবে আজ আনুষ্ঠানিকভাবে বিদায় করা হয় তাকে।

এরই মধ্যে নতুন পেস বোলিং কোচ হিসেবে শন টেইটের কথা জানায় বিসিবি। তাকে নিয়ে হওয়া গুঞ্জনই সত্যি হলো।
২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি করেছেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার। চলতি মাসেই যোগ দেবেন কোচিং প্যানেলে। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত গতিতে এই পেসার খেলেছেন ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি।

২০২৩ সালে অ্যালান ডোনাল্ডের বিদায়ের পর অ্যাডামসের সেঙ্গ চুক্তি করেছিল বিসিবি। তবে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি থাকলেও দুপক্ষের সমাঝোতায় সেটি বাতিল করা হয়। গতকালই সবাই বিসিবিতে তাকে ফুল দিয়ে বিদায় জানিয়ে দিয়েছেন।

এদিকে টেইটের সঙ্গে আগেও একবার আলোচনা করেছিল বিসিবি। ২০২২ সালে ওই আলোচনার পর অবশ্য নিয়োগ দেওয়া হয়নি তাকে। তবে গত বিপিএলের সময় ফের তার সঙ্গে কথাবার্তা হয়। সেসময় চূড়ান্ত করা হয় তাকে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com