1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:৫০|

ভবতারিণীর পূজা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী কাজল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

সম্প্রতি ভারতের কলকাতায় এসে দক্ষিণেশ্বরে ভবতারিণীর পূজা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী কাজল। এবার অশুভ শক্তির বিনাশে নিজেই কালীরূপে ধরা দিলেন তিনি।

বৃহস্পতিবার (২৯ মে) মুক্তি পেয়েছে ‘মা’ সিনেমার ট্রেলার। গ্রাম-বাংলার জঙ্গলের প্রেক্ষাপটে একেবারে গা ছমছমে ভৌতিক গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি।

২০২৪ সালে কলকাতা এবং শান্তিনিকেতনে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন কাজল। এবার রহস্য-রোমাঞ্চে মোড়া ভৌতিক সিনেমার ঝলক দেখিয়ে গায়ে কাঁটা ধরালেন বলিউডের এই বঙ্গকন্যা।

চন্দ্রপুর নামে এক গাঁয়ের পৌরাণিক কাহিনি ভিত্তিক গল্প। যেখানে যুগ যুগ ধরে শিশুকন্যা, নাবালিকাদের রক্তে এক শয়তানে শক্তিশালী হয়ে ওঠার কাহিনি প্রচলিত রয়েছে। সেই গ্রামে মেয়ের সঙ্গে এসে বিপাকে পড়ে কাজল। হঠাৎ উধাও হয়ে যায় তার কন্যা।

কাজল জানতে পারে, সেই গ্রামে বিগত তিন, চার মাস ধরেই একের পর এক কন্যাসন্তান উধাও হয়ে যাচ্ছে। তার মেয়েও সেই অশুভ শক্তির শিকার। কাজল কি পারবে সেই রহস্যের সমাধান করতে? জানতে হলে অপেক্ষা করতে হবে জুন মাসের ২৭ তারিখ পর্যন্ত। কারণ ওই তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘মা’।

সিনেমাটির ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, সিনেমাটিতে মাতৃশক্তির কথা বলবে। আর সেই জন্যই সম্ভবত সংশ্লিষ্ট সিনেমার প্রচার কলকাতায় এসে দক্ষিণেশ্বরে পূজা দিয়েই শুরু করেছিলেন কাজল।

‘মা’ সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালনায় বিশাল ফুরিয়া। যিনি এর আগে নুসরাত বরুচাকে নিয়ে ‘ছোড়ি’র মতো গা ছমছমে ভুতুড়ে সিনেমা উপহার দিয়েছিলেন। তার পরিচালনাতেই ‘মা’ সিনেমাতে কাজ করেছেন কাজল। যেখানে রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মাকে দেখা যাবে।

মেয়ের প্রাণ বাঁচাতে এক মায়ের লড়াই কতটা কঠিন হতে পারে? সেই গল্পই বলবে এই ভৌতিক সিনেমা। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু মোট চার ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মা’।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com