বার্তা ডেস্ক//
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চার দিন বিক্ষোভ কর্মসূচি পালনের পর আজ সোমবার (১৯ মে) নগরভবন ব্লকেডের ডাক দিয়েছে আন্দোলনকারীরা।
ইতোমধ্যে নগর ভবনের মূল ফটক আটকে নতুন এই কর্মসূচি পালনের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এবার এ আন্দোলন নিয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
সোমবার নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে কথা বলেছেন তিনি। সরাসরি ইশরাক হোসেন নাম উল্লেখ না করলেও তার মেয়রের রায়কে অবৈধ বলেছেন মাসুদ।
তিনি লিখেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচন দেন, বৈধ নির্বাচনের মাধ্যমে বৈধভাবে নির্বাচিত হয়েই মেয়রের দায়িত্ব গ্রহণ করুন। অবৈধ নির্বাচনের পর আদালত আর নিবাচন কমিশনকে জিম্মি করে অবৈধ রায়ের মাধ্যমে মেয়র হওয়ার শখ ক্যান!!!