1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ২:২৪|

রাণীশংকৈলে রাস্তা সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন 

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে রাস্তা সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন

 

জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) থেকে:  

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার হতে চেকপোস্ট বাজার পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা ১২ ফিট সরু পাকা রাস্তাটি ২৪ ফিটে প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার(১৮ নভেম্বর)

দুপুরে নেকমরদ বাজারের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্কুল কলেজের শিক্ষার্থী,ব্যবসায়ী,এলাকাবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সহ বিভিন্ন শ্রেনি পেশার ২ শতাধিক মানুষ অংশ নেয়। শুভশক্তি ইউনিটি নামে একটি সামাজিক সংগঠনের আয়োজনে মানবন্ধন কর্মসচিতে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ,ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক, ঢাকা সুপ্রিমকোর্টের আইনজীবী এ্যাড.মেহেদী হাসান শুভ,বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবীব শান্ত, অধ্যক্ষ জুয়েল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,এ রাস্তাটি সরু হওয়ায় কারণে হাজার হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তাই রাস্তাটি দ্রুত সম্প্রসারণের দাবি জানিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com