1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ২:৩৩|

শান্তিরক্ষা সম্মেলনে যোগ দিতে বার্লিন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বার্তা ডেক্স//

জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রিপর্যায়ের সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সোমবার (১২ মে) বার্লিনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। তিনি সেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরবেন।

চলতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে ঢাকা সফর করেন জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। ঢাকা সফরকালে তিনি তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তারা মন্ত্রিপর্যায়ের বৈঠক নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, প্রতি দুই বছর পর পর জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রিপর্যায়ের বৈঠক হয়ে থাকে। সম্মেলন শান্তিরক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং সদস্য দেশগুলোর জন্য তাদের রাজনৈতিক সমর্থন প্রকাশ করে থাকে।

এর আগে ২০২৩ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রিপর্যায়ের বৈঠক ঘানার রাজধানী আক্রায় অনুষ্ঠিত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com