1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১০:৩৮|

সামিরা খান মাহি বখাটের উৎপাতে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

এলাকার বখাটে তরুণ তারিকুলের হয়রানির শিকার হয় অরনী নামের এক মেয়ে। নানাভাবে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে তারিকুল কিন্তু অরনী দৃঢ়ভাবে তাকে উপেক্ষা করে। বিপাকে পড়ে মেয়েটি-বখাটেকে ঠেকাতেও পারে না আবার বাবার কাছেও কিছু বলতে পারে না।

এর মধ্যে নতুন এক চরিত্র মিরাজের আগমন। আইটি এক্সপার্ট এই যুবককে তারিকুল টাকার লোভ দেখিয়ে অরনীর সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক করতে বলে, যাতে মেয়েটির প্রতিটি পদক্ষেপ নজরে রাখা যায়। কিন্তু মিরাজের মন গলে যায় অরনীর প্রতি- তার নিরুপায় অবস্থায় সহমর্মিতা জন্মায়।

এদিকে প্রতিশোধস্পৃহায় উন্মত্ত হয়ে ওঠে তারিকুল। টানটান উত্তেজনার এই সময় অরনী কী করবে? মিরাজ কি তাকে রক্ষা করতে পারবে? নাকি প্রতারণার নতুন অধ্যায় শুরু হবে?

এই প্রশ্নের উত্তর মিলবে আশা মাল্টিমিডিয়া নিবেদিত নাটক ‘মন খারাপের দিনে’-এ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ। গল্প ও চিত্রনাট্য দুটোই তার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরশ খান, সামিরা খান মাহি, রওনক রিপন, খলিলুর রহমান কাদেরী, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, রাজু আহসান, জ্যাক সজলসহ আরও অনেকে।

নাটকের সংগীতে রয়েছেন তাসনুভ, আর নিজের সুরে গান গেয়েছেন লুৎফর হাসান। প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আজহারুল ইসলাম অভি।

নাটকটি নিয়ে আশা মাল্টিমিডিয়ার কর্ণধার আকাশ রহমান বলেন, ‘আমরা এটিভি ইউএসএ’র মাধ্যমে বাংলা নাটককে আমেরিকাসহ বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চাই। “মন খারাপের দিনে” আমাদের সেই প্রচেষ্টারই প্রথম পদক্ষেপ। দর্শক ভালো গল্প ও সামাজিকবার্তা দুটোই পাবেন এতে। সহযোগিতা পেলে আমরা নিয়মিত মানসম্পন্ন নাটক উপহার দিতে চাই।’

তিনি জানান, ‘মন খারাপের দিনে’ আগামী বৃহস্পতিবার অবমুক্ত হবে এটিভি ইউএসএ’র ইউটিউব চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com