1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৩:৩১|

জাপানের ওকায়ামাতে ছড়িয়ে পড়ছে দাবানল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

 অনলাইন ডেস্ক

জাপানের ওকায়াম সিটির একটি পাহাড়ি এলাকায় সপ্তাহের শেষে লাগা দাবানল সোমবার ছড়িয়ে পড়েছে। তবে, এতে কেউ হতাহত হয়নি। অগ্নিনির্বাপণ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।রবিবার আগুন লাগার পর থেকে সোমবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত ওকায়াম সিটির মিনামি ওয়ার্ড ও তামানো সিটির কিছু অংশ পুড়ে গেছে।জাতীয় সম্প্রচারক এনএইচকে এক প্রতিবেদনে জানিয়েছে, ঘরবাড়ি, গুদাম ও ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।আশেপাশের পৌরসভা থেকে আরও শক্তিশালী বাহিনী যোগ দিয়ে রাতভর অগ্নিনির্বাপণ অভিযান অব্যাহত রাখে।জাপানের সেলফ- ডিফেন্স ফোর্সেস-এর সদস্যসহ ১০টি হেলিকপ্টার আকাশপথে পানি ছিটাচ্ছে।প্রতিবেদনে বলা হয়, আগুন আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকির কারণে, ওকায়ামা সিটি ৪০৩টি পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com