1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৪:৪০|

ইতি টানছেন সৌদি অধ্যায়ের রোনালদো!

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

আল নাসরের হয়ে হয়তো শেষবারের মতো মাঠে নেমেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল ফাতেহর বিপক্ষে ৩-২ গোলের জয়ে ভিন্ন কিছু বোঝার সুযোগ থাকলেও ম্যাচ শেষে পর্তুগিজ মহাতারকার সোশ্যাল মিডিয়া পোস্ট যেন ইঙ্গিত দিচ্ছে এক অধ্যায়ের পরিসমাপ্তির।

“এই অধ্যায় শেষ। গল্পটা? এখনো লেখা হচ্ছে। সবার প্রতি কৃতজ্ঞ,” — লিখেছেন রোনালদো। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

২০২২ সালে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০৫ ম্যাচে করেছেন ৯৩ গোল। দুইবার হয়েছেন সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা। এই মৌসুমেও গোল্ডেন বুট উঠেছে তার হাতে।

ক্লাব ক্যারিয়ারে রোনালদোর মোট গোল এখন ৮০১টি (ক্লাব পর্যায়ে), আর সবমিলিয়ে অফিসিয়াল গোলসংখ্যা ৯৩৭।

তবে ব্যক্তিগত সাফল্যের বিপরীতে ক্লাবের হয়ে তেমন কিছু জেতা হয়নি রোনালদোর। গত তিন মৌসুমে কোনো বড় শিরোপা জিততে পারেননি। লিগে আল ইত্তিহাদ ও আল হিলালের কাছে পিছিয়ে পড়েছে আল নাসর। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও বাদ পড়েছে জাপানি ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেলের বিপক্ষে।

রোনালদোর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বিভিন্ন সূত্র বলছে, তিনি ক্লাব বিশ্বকাপে খেলবেন, তবে কোন ক্লাবের হয়ে—তা এখনো স্পষ্ট নয়। আপাতত তিনি ফিরছেন পর্তুগালে, খেলবেন নেশনস লিগের ফাইনাল ফোরে। সেমিফাইনালে প্রতিপক্ষ জার্মানি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com