1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:৪৪|

ঈদকে সামনে রেখে পুরোনো বাস মেরামতের হিড়িক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

মোঃ ছবুর হোসেনঃ

ঈদ উপলক্ষে বরিশালে পুরানো বাসগুলো মেরামত করে নতুন আকারে সাজানোর কাজ চলছে। দক্ষিণাঞ্চলের সড়কপথে যাত্রীচাপ বাড়বে বলে এই উদ্যোগ নেওয়া হয়েছে, তবে পরিবহণ ব্যবসায়ীরা সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। ঈদকে সামনে রেখে, বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে পুরানো বাসগুলো নতুন করে সাজানোর কাজ চলছে। রং করতে এবং মেরামত করতে ব্যস্ত শ্রমিকরা। তারা ঈদের আগেই কাজটি শেষ করার জন্য যথাসম্ভব দ্রুততার সাথে কাজ করছেন। এ বছর ঈদে দেশের দক্ষিণাঞ্চলে সড়কপথে যাত্রীদের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সেই লক্ষ্যে বাস মালিকরা পুরানো বাসগুলো মেরামত করে নতুনভাবে সড়কে নামানোর প্রস্তুতি নিচ্ছেন। তবে, বাস মালিক সমিতির নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, ফিটনেসবিহীন পুরানো বাস সড়কে চলাচল করলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. মোশারেফ হোসেন জানান, পদ্মাসেতু চালু হওয়ার পর ঢাকা থেকে বরিশালে সড়কপথে সময় কমে এসেছে, যা যাত্রীচাপকে আরও বাড়িয়েছে। ঈদে সড়কপথে যাত্রীদের সংখ্যা কয়েকগুণ বাড়বে, কিন্তু পুরানো এবং ফিটনেসবিহীন বাসগুলো চলাচল করার কারণে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনকে বারবার জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। এছাড়া, সড়কে থ্রি হুইলার চলাচল এবং রাতে ডাকাতির ভয় নিয়ে যাত্রী নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবহণ মালিকরা। তবে, বরিশালের নগর পুলিশ প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিয়ে তৎপর রয়েছে। র‌্যাব-৮ এর অধিনায়ক নিস্তার আহমেদও জানিয়েছেন, হাইওয়ে সড়কে নজরদারি বৃদ্ধি করা হয়েছে যাতে অপরাধীরা সেখানে কোন ধরনের অপরাধে লিপ্ত হতে না পারে। নদীপথে যাত্রীচাপ কিছুটা কমেছে। বিআইডব্লিউটিসির সার্ভিস না থাকায় এবং বেসরকারি লঞ্চ মালিকরা কম যাত্রী পাওয়ার কথা জানিয়েছেন। পরিবহণ ব্যবসায়ীরা জানাচ্ছেন, ঈদকে ঘিরে বরিশালে অন্তত ২৫ থেকে ৩০ লাখ মানুষ যাতায়াত করেন। নিরাপদ যাতায়াতের জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল ও রূপাতলী টার্মিনাল থেকে প্রতিদিন হাজার হাজার বাস বিভিন্ন গন্তব্যে চলাচল করে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com