1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৪:৩১|

এডহক কমিটির সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট রোকেয়া খাতুন বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি সৈয়দ জিয়াউল ইসলাম এর অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের মাঠে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা অংশ নেয়।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শেখেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ তৌফিকুল ইসলাম, এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য খন্দকার সাইফুজ্জামান টিপু, ব্যারিষ্টার এসএম রইস হায়দার।বক্তারা বলেন, সৈয়দ জিয়াউল ইসলাম প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষককে বাধ্য করে এডহক কমিটির সভাপতি হয়েছেন। কিন্তু বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় কেউ তাকে মানতে পারেনি। তাই নবগঠিত এডহক কমিটির চার সদস্যের তিনজই পদত্যাগ করেছে। এজন্য সৈয়দ জিয়াউল ইসলামের অপসারণ দাবি করছি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com